যারা গুগলে অভ্যস্ত নন, নিচের শর্ট কাট গুলো একটু দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ ইনফরমেশন বের করা। গ্ৰুপে অনেক পোস্ট এর জবাব সিম্পল এক-ক্লিক এর গুগল সার্চ। প্রোফাইল ইভ্যালুয়েশন, ভার্সিটি সার্চ, টুইশন ফি কত, IELTS পয়েন্ট, এপ্লিকেশনের লাস্ট ডেট কবে ইত্যাদি পোস্ট গুলার জবাব কিন্ত গুগলেই পাওয়া যায়।
গুগল সার্চ শর্ট-কাট:
১. কোন বিশেষ দেশের ভার্সিটির লিস্ট খুজছেন?
Google এ টাইপ করুন: List of universities in X
এখানে X = দেশের নাম,
যেমন: List of Universities in Canada
২. কোন ভার্সিটির বিশেষ ডিপার্টমেন্টের প্রফেসরদের লিস্ট খুঁজছেন পিএইচডির জন্য ইমেইল করবেন বলে?
Google এ টাইপ করুন: X Y faculty list
এখানে X = ভার্সিটির নাম, Y = ডিপার্টমেন্ট এর নাম
যেমন: University of Toronto Mathematics faculty list
৩. ভার্সিটির মাস্টার্স/পিএইচডির স্কলারশিপ তথ্য/ফান্ডিং খুজছেন?
Google এ টাইপ করুন: X Y funding
এখানে X = ভার্সিটির নাম, Y = ডিগ্রির নাম যেমন: Masters /PhD
যেমন: McGill University Masters funding
৪. ভার্সিটি খুজে পেয়েছেন, কিন্ত কোন বিশেষ প্রশ্ন রয়েছে, তাদেরকে ইমেইল/ফোনে জিজ্ঞাসা করে ক্লিয়ার হতে চান?
Google এ টাইপ করুন: X contact us
এখানে X = ভার্সিটির নাম
যেমন: Simon Fraser University contact us
৫. ভার্সিটির এডমিশন রিকুয়ারমেন্ট খুঁজছেন? আপনার সিজিপিএ ম্যাচ করবে নাকি ইত্যাদি এসব নিয়ে জিজ্ঞাসা?
Google এ টাইপ করুন: X Y Z admission requirement
এখানে X = ভার্সিটির নাম, Y = ডিগ্রির নাম যেমন: Bachelor/ Masters /PhD, Z = সাবজেক্টের নাম
যেমন: Concordia University bachelor computer engineering admission requirement
৬. অমুক ভার্সিটির অমুক কোর্সের টুইশন ফি কত?
Google এ টাইপ করুন: X Y tuition fee
এখানে X = ভার্সিটির নাম, Y = ডিগ্রির নাম যেমন: Undergraduate/ Masters/ MEng
যেমন: University of Manitoba undergraduate tuition fee
৭. আমার IELTS এর পয়েন্ট এত এত। আমি কি অমুক ভার্সিটিতে এপ্লাই করতে পারব?
Google এ টাইপ করুন: X Y IELTS requirement
এখানে X = ভার্সিটির নাম, Y = ডিগ্রির নাম যেমন: Undergraduate/ Masters/MEng/PhD
যেমন: university of Alberta undergraduate IELTS requirement
৮. অমুক ভার্সিটিতে এপ্লিকেশনের লাস্ট ডেট কবে?
Google এ টাইপ করুন: A B C D application deadline
এখানে A = ভার্সিটির নাম, B = ডিগ্রির নাম যেমন: Undergrdaute/ Masters /PhD, C = সাবজেক্টের নাম, D = সেশনের নাম যেমন: Fall/Winter 2020
যেমন: Memorial University of New Foundland Undergrdaute BBA Fall 2020 application deadline
৯. আন্ডারগ্রাডদের অমুক কোর্সের ক্রেডিট ট্রান্সফার নিয়ে প্রশ্ন?
Google এ টাইপ করুন: X Y undergraduate credit transfer
এখানে X = ভার্সিটির নাম, Y = সাবজেক্টের নাম
যেমন: University of Manitoba BBA undergraduate credit transfer
১০. আমি অমুক ভার্সিটিতে যাচ্ছি। মাসে কত খরচ লাগবে থাকা, খাওয়া, হেলথ ইনসিওরেন্স ইত্যাদি?
Google এ টাইপ করুন: X living cost
এখানে X = ভার্সিটির নাম
যেমন: University of Alberta living cost
লিখাটি লিখেছেন:
Md Nazmul Hasan Topu, Founder, Scholarship School BD
PhD researcher, Electrical & Computer Engineering
University of British Columbia, Vancouver, Canada
লিখাটি ব্যবহার করতে চাইলে, অবশ্যই লেখকের নাম, ও প্রতিষ্ঠান এর যথাযথ ক্রেডিট সহকারে করতে হবে।
লিখাটি শেয়ার করুন ও ইউটিউবে আমাদের টিপস গুলি ফলো করুন। প্রতিদিন স্কলারশিপ নিউজ, ও প্রফেসর ফান্ডিং টিপস, IELTS, GRE টিপস পেতে এখুনি জয়েন করুন Scholarship School BD Website: www.sschoolbd.com
Comments