top of page

LinkedIn-এ হাতেখড়ি - উপকারিতা, কি পোস্ট করবে, ও কিভাবে প্রফেশনাল হবে

Updated: Mar 12, 2021



ফেসবুকের একাউন্ট আমাদের সবারই আছে, কিন্ত LinkedIn এর একাউন্ট কি সবার আছে? যদি না থাকে, তাহলে এই লিখাটা এক নিশ্বাসে পড়ে ফেলো। যদি তুমি আন্ডারগ্রাড স্টূডেন্ট হয়ে থাকো, তাহলে লিখাটি পড়া দেরি কিন্ত LinkedIn একাউন্ট খুলতে দেরি যেন না হয়! তুমি মাস্টার্সে পড়াশুনা করছো কিন্ত LinkedIn নাই, সিরিয়াসলি?!! তাহলে ফেসবুকটা কয়েক ঘন্টা অফ করে অন্তত একটা LinkedIn একাউন্ট খুলো আজকেই। আজকে একদম ধরে ধরে LinkedIn এর টিপস ও ট্রিক্স তোমাদের সবাইকে শিখিয়ে দেব যারা এই প্লাটফর্মে খুব একটা অভ্যস্ত না। দেশের বাইরে স্কলারশিপ, ফান্ডিং নিউজ, হায়ার স্টাডিজ, ইন্টারন্যাশনাল ইন্টার্নশিপ ও গ্রাজুয়েশন শেষে জব সার্চিংয়ের জন্য LinkedIn এর জুড়ি মেলা ভার।


◘কেন এই LinkedIn? এই প্লাটফর্মের কাজই বা কি?

এটা একটা প্রফেশনাল প্লাটফর্ম - ভার্সিটির প্রফেসর থেকে শুরু করে বিজনেসম্যান, লইয়ার, ডাক্তার, রিসার্চার, পলিটিশিয়ান সকল ধরনের পেশাজীবি এই প্লাটফর্মে রয়েছে। যেহেতু আমাদের টার্গেট মুলত স্কলারশিপ, দেশের বাইরে পড়তে ফান্ডিং এর জন্য প্রফেসর ম্যানেজ করা তাই আমার আলচনা সেই প্রসংগেই সীমাবদ্ধ রাখব। তুমি সায়েন্স, আর্টস, বিজনেস ব্যাকগ্রাউন্ডের হও না কেন, একাডেমিয়া ও ইন্ডাস্ট্রিতে ভালো করার জন্য প্রফেশনাল নেটওয়ার্কিং খুবই প্রয়োজন, এবং লিংকড ইন হলো একটা মোক্ষম প্রফেশনাল প্লাটফর্ম।


◘সোশ্যাল মিডিয়া ও LinkedIn এর পার্থক্য কি?

সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার নিউ চুল কাটিং বা মেকাপ ছবি দিয়ে টাইম লাইন ভরে ফেলতে পারবে সমস্যা নাই, কিন্ত লিংকড ইনে এটা করা মানে নিজেকে হাস্যকর হিসেবে প্রমান করা হবে। লিংকড ইনে নিজের প্রফেশনাল, একাডেমিক এক্সিলেন্স, এচিভমেন্ট এগুলা পোস্ট করতে হয়, মেকাপ ছবি না। ধরো তুমি কোন কম্পিটিশনে জিতেছ, কোন রিসার্চ পেপার পাব্লিশ করেছ, কোন অলাইন কোর্স সম্পন্ন করেছ, কনফারেন্সে এটেন্ড করেছ, ভালো রেজাল্ট করেছ কোন সেমিস্টারে ইত্যাদি টাইপের এচিভমেন্ট গুলো LinkedIn এর জন্য পারফেক্ট। ফেসবুকে কারো সাথে এড হওয়াকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠানো বলে আর LinkedIn-এ এটাকে Connect হওয়া বলে।