top of page

কানাডিয়ান (Permanent Resident) PR হিসেবে যে সুবিধাগুলি পাবেন


কানাডাতে কেন পার্মানেন্ট রেসিডেন্সি (PR) পাওয়ার জন্য এত অধীর আগ্রহ থাকে সবার? সুবিধাগুলির দিকে তাকালেই বোঝা যায়। কানাডিয়ান PR হিসেবে যে সুবিধা গুলি পাবেন:


১. আপনার ১৮ বছরের নিচে সকল বাচ্চাদের জন্য চাইল্ড কেয়ার বেনিফিট হিসেবে মাসে মাসে কিছু টাকা সরকার আপনাকে দেবে


২. বাচ্চাদের হাই স্কুল স্কুল পর্যন্ত শিক্ষা দীক্ষা একদম ফ্রি! বিশ্বমানের শিক্ষা ফ্রিতে পাবে আপনার বাচ্চারা একদম ইউনিভার্সিটিতে উঠার আগে পর্যন্ত!


৩. একটা নির্দিষ্ট সীমার কর্ম-ঘণ্টা পূরণ হলে, আপনি এমপ্লয়মেন্ট ইনসিওরেন্স এর জন্য বিবেচিত হবেন। অর্থাৎ আপনার চাকুরী চলে গেলে কিছু শর্ত পূরণ সাপেক্ষে সরকার আপনাকে উল্টা বেকারত্ব ভাতা দেবে!


৪. দাঁত ও চোখ ছাড়া অন্যান্য সকল মেডিকেল খরচ সম্পূর্ণ ফ্রি! আপনার সার্জারি থেকে শুরু করে, ডাক্তার দেখানোর খরচ সকল কিছুই হেলথ ইনসিওরেন্স বহন করবে


৫. কানাডা ডুয়াল সিটিজেনশিপ এলাউ করে। আপনি PR হিসেবে এমনকি সিটিজেনশিপ পেয়ে যাবার পরেও বাংলাদেশের নাগরিকত্ব বহাল রাখতে পারবেন


৬. বিশ্বের সবচাইতে নিরাপদ, ও রেসিজম-ফ্রি একটা সমাজ ব্যবস্থায় থাকতে পারার সুবিধা


৭. আপনি PR এর এপ্লিকেশন করলে, সপরিবারে মানে স্পাউস ও সন্তান সহ ক্যানাডিয়ান PR দেয়া হয়! কিন্ত আপনার স্পাউসের IELTS ম্যান্ডেটরি না!


৮. PR হলে আপনি যদি কানাডায় ভার্সিটিতে হায়ার স্টাডি করতে চান (মাস্টার্স/পিএইচডি) আপনি এমন কিছু স্কলারশিপের জন্য বিবেচিত হবেন যেগুলাতে কোনো ইন্টার্ন্যাশনাল স্টুডেন্ট হাজার মেধাবী হলেও এপ্লাই করতে পারে না। সেগুলো শুধুই PR স্টুডেন্টদের জন্য সংরক্ষিত!