top of page

কানাডার নিউ ইমিগ্রান্ট পলিসি ঘোষনা – OCTOBER 2020

Updated: Mar 20, 2021


আগামি বছরে কানাডার নিউ ইমিগ্রান্ট পলিসি ঘোষনা!!! বিস্তারিত এই ভিডিওতে পাবেন। করোনা ভাইরাসের জন্য যখন আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপের দেশ গুলো বর্ডার বন্ধ করে ইমিগ্রান্টদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন কানাডার সরকার চমকপ্রদ ইমিগ্রেশন পলিসি ঘোষনা করল।

শনিবার ৩০ শে অক্টোবর ২০২০ ওটোয়াতে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে, ট্রূডো সরকারের ইমিগ্রেশন মিনিস্টার মার্কো মেন্ডিচিনো আনুষ্ঠানিকভাবে এই ঘোষনা প্রদান করেন। ট্রূডো সরকারের নতুন এই প্ল্যান অনুযায়ী আগামি বছরে কানাডা সরকার ১২ লাখ ইমিগ্রান্ট নেয়ার ঘোষনা দিয়েছে। প্ল্যান অনুযায়ী, ২০২১ সালে - ৪লাখ হাজার, ২০২২ সালে লাখ ১১ হাজার ২০২৩ সালে লাখ ২১ হাজার নিউ ইমিগ্রান্ট নেয়া হবে। ট্রূডো সরকারের এই পলিসি কানাডার ক্রমবর্ধমান বয়স্ক জন্সংখ্যার বৃদ্ধি, কানাডিয়ানদের নিম্ন জন্মহার, শ্রম বাজার চলমান রেখে অর্থনীতি সচল রাখা নিশ্চিত করবে। কানাডার জনসংখ্যার মধ্যে বৃদ্ধজনগোষ্ঠীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এই বৃদ্ধ জনগোষ্ঠীদের হেলথ ইন্সুরেন্সের জন্য সরকারী ব্যয় প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। একারনে কানাডা সরকার অন্য দেশের তরুন ইমিগ্রান্টদের ওয়েলকাম করতে এতটা আগ্রহি। ইমিগ্রান্ট রা নতুন বিজনেস স্থাপন থেকে শুরু করে, নতুন কর্ম সংস্থান জবের সুযোগ সৃস্টি করে, শ্রম বাজারে অবদান রাখে সর্বোপরি গবেষনা শিক্ষা খাতে উন্নয়ন সহ সামাজিক উন্নয়নে প্রচন্ড ভুমিকা পালন করে। শনিবার ৩০ শে অক্টোবর ২০২০ ওটোয়াতে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে, ট্রূডো সরকারের ইমিগ্রেশন মিনিস্টার মার্কো মেন্ডিচিনো আনুষ্ঠানিকভাবে স্ট্যাটিস্টিক্স দেখান যে কানাডায় জন ছোট বিজনেসম্যানদের মধ্যে জনই ইমিগ্রান্ট। তাদের মাধ্যমেই কানাডায় তৃনমুল পর্যায়ে কর্মসংস্থান হয় এবং অর্থনিতি সচল থাকে। কানাডার ১২ লাখ নতুন ইমিগ্রান্টদের মধ্যে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রি যারা এখানে পড়তে আসে তারা, স্কিল্ড ওয়ার্কার ক্যাটাগরি মাইগ্রেশন, ফ্যামিলি মেম্বার মাইগ্রেশন, রিফিউজি সহ অন্যান্যরাও অন্তর্ভুক্ত। মোট কথা সকলের জন্যই সুবর্ন সুযোগ কানাডায় এক উজ্জ্বল ভবিষ্যতের আশায় পাড়ি দেয়া। বিস্তারিত প্রশ্ন থাকলে আমাদের Scholarship school BD গ্রূপে জয়েন করে জিজ্ঞাসা করুন। অথবা আমাদের ওয়েবসাইট (www.sschoolbd.com) ভিজিট করে আরো আপডেট নিউজ পেতে পারেন।তার আগে কানাডায় স্টূডেন্ট থেকে কিভাবে স্থায়ী বাসিন্দা হওয়া যায় সেই সম্পর্কিত এই ভিডিওটি দেখুন


লেখাটি কপি করার সময় দয়া করে 'কালেক্টেড' না লিখে, ক্রেডিট সহ উল্লেখ করুন:

PhD researcher, Electrical & Computer Engineering

University of British Columbia, Vancouver, Canada


লিখাটি ব্যবহার করতে চাইলে, অবশ্যই লেখকের নাম, ও প্রতিষ্ঠান এর যথাযথ ক্রেডিট সহকারে করতে হবে।

 

লিখাটি লাইক, ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন!!!

328 views0 comments
bottom of page