ফান্ডিং ও স্কলারশিপ বেসিক ধারণা
Updated: Jan 28, 2021

দেশের বাইরে উচ্চ শিক্ষা ও স্কলারশিপের জন্য আমাদের সবারই বেশি আগ্রহ থাকে। এই লেখাটিতে তুলনামুলক আলোচনা করেছি বহির্বিশ্বের এই দেশ গুলোর স্কলারশিপ সিস্টেম সম্পর্কে- মাস্টার্স/পিএইচডি কোর্সগুলোকে কেন্দ্র করে। এককথায়, মাস্টার্স/পিএইচডি কে পোস্ট-গ্র্যাড বলে।
স্কলারশিপ ও ফান্ডিং কি একই?
প্রথমে আসি স্কলারশিপ প্রসংগে। ফুল-স্কলারশিপ পেলে আপনার টিউশন ফি, লিভিং এক্সপেন্স ও ক্ষেত্র বিশেষে আপনার হেলথ ইন্সিউরেন্স কাভার হবে। হায়ার স্টাডিজ টার্মিনোলোজিতে কথায় কথায় স্কলারশিপকেই অনেক সময় ফান্ড বলে থাকি কথ্য ভাষায়। কিছু ক্ষেত্রে স্কলারশিপ শুধু মাত্র টিউশন ফি কাভার করে, আবার অনেক ক্ষেত্রে আংশিক স্কলারশিপও আছে, যেখানে টিউশন ফির কিছু অংশ কাভার হয়, পুরোটা নয়। এজন্য কেউ স্কলারশিপ পেয়েছে, শুনলে জিজ্ঞাসা করুন ফুল নাকি পার্শিয়াল (আংশিক)?
ফান্ডিং পেতে হলে কি করতে হবে?
আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া পোস্ট-গ্র্যাড লেভেলে ফান্ড পেতে চাইলে প্রথমে আপনি যে বিষয়ে পড়তে চান যে ভার্সিটিতে সেই বিষয়ের কোন বিশেষজ্ঞ প্রফেসরকে ইমেইল লিখতে হয়। ইমেইলে কি লিখবেন সেটা নিয়ে আরেকটি লেখায় বিস্তারিত লিখেছি। সেটা পড়ে দেখতে পারেন:
তো প্রফেসরের যদি আপনার প্রোফাইল দেখে পছন্দ হয় তবে তিনি আপনাকে রিপ্লাই ইমেইলে