LLM ফুল স্কলারশিপ - Chinese Govt Scholarship

চায়নার শিক্ষামন্ত্রানলয় থেকে চাইনিজ সরকারি স্কলারশিপের আওতায় Zhejiang University-র ল' ডিপার্টমেন্ট Guanghua Law school-এ LLM প্রোগ্রামে ইন্টারন্যাশনাল স্টূডেন্টদের ফুল স্কলারশিপ প্রদান করা হয় প্রতিবছর। এই প্রোগ্রামটি সম্পূর্ণ ইংরেজি ট্র্যাকে হওয়াতে, IELTS স্কোর সাবমিট করা জরুরি।
কি কি কাভারেজ দেয়া হয় স্কলারশিপে?
- ফুল টিউশিন ফি ওয়েভার
- ফ্রি থাকার ব্যবস্থা ক্যাম্পাসে
- মাসিক স্কলারশিপ গ্রান্ট
- মেডিক্যাল ইন্সুরেন্স
- মোট বাংলাদেশী টাকায় বছরে প্রায় ১০ লাখ টাকা স্কলারশিপ দেয়া হবে LLM প্রোগ্রামে। দু বসরের LLM প্রোগ্রামে স্কলারশিপের পরিমান প্রায় মোট ২০ লাখ বাংলাদেশী টাকা।
এপ্লিকেশন ডেডলাইন কবে?
স্কলারশিপটি প্রতিবছর দেয়া হয়। আর প্রতিবছর মার্চের শেষের দিকে স্কলারশিপের আবেদনের শেষ সময়।
এপ্লিকেশন আবেদন জমা দিতে হবে কিভাবে?
১. Chinese govt scholarship এর এপ্লিকেশন ফর্ম (35mmx45mm সাইযের ছবি সহ)। এই ফর্ম অনলাইনে CSC ওয়েবসাইটে পাওয়া যাবে। Agency no. এর জায়গায় Zhejiang University এর জন্য কোড 10335 বসাতে হবে। এই ওয়েবসাইট থেকে ফর্ম পুরন করে, ফর্মটা প্রিন্ট করে সাক্ষর করতে হবে ফর্মে
২. Zhejiang University এর আবেদন ফর্ম। এই ওয়েবসাইট থেকে ফর্ম পুরন করে, ডাউনলোড করে , ফর্মটা প্রিন্ট করে সাক্ষর করতে হবে ফর্মে।
৩. passport ফটোকপি