top of page

MBA Scholarship at Arizona State University, USA

Updated: Mar 30, 2021



আমেরিকার Arizona State University র বিজনেস স্কুল W. P. Carey School of Business ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের MBA স্কলারশীপ প্রদান করে।


ডেডলাইন:

মূলত তিনটি রাউন্ডের ডেডলাইন আছে এপ্লিকেশনের।

Fall সেমিস্টারের এর জন্য আগের বছরের Oct., (রাউন্ড ১) ও Dec. (রাউন্ড ২) , এবং পরবর্তী বছরের Feb.(রাউণ্ড ৩)

যেমন স্পেসিফিক্যালি উদাহরন দিলে: Fall ২০২১ সেমিস্টারের এর জন্য Oct., 2020 (রাউন্ড ১), Dec., 2020 (রাউন্ড ২) , Feb., 2021 (রাউণ্ড ৩)

মনে রাখবেন ফান্ডিং এর জন্য যত আগের ডেডলাইন এর মাঝে এপ্লাই করা যায় তত ভাল। কারণ ফান্ডিং এর সিদ্ধান্ত প্রথম দিকের রাউন্ডেই হয় বেশি, তাদের দিয়ে থুয়ে কিছু বাকি থাকলে তারপরে রাউন্ডে দেয়া হয়।


এপ্লিকেশন:

যেহেতু প্রতি বছরই স্কলারশিপটি দেয়া হয় তাই, আগে থেকেই যার যার মত ভাবে GRE বা GMAT, TOEFL বা IELTS প্রিপারেশন নিয়ে পরের বছর এপ্লাই করা ভাল।

GMAT অথবা GRE স্কোর জমা দেয়া এখানে বাধ্যতামূলক।

এপ্লিকেশন জমা দেয়া সম্পূর্ণ অনলাইনে,

ডিটেলস জানতে ভিজিট করুন।

স্কলারশীপের ব্যাপারে জানতে এখানে ভিজিট করুন।


লিখাটি লিখেছেন:

Md Nazmul Hasan Topu, Founder, Scholarship School BD

PhD researcher, Electrical & Computer Engineering

University of British Columbia, Vancouver, Canada

 

লিখাটি ব্যবহার করতে চাইলে, অবশ্যই লেখকের নাম, ও প্রতিষ্ঠান এর যথাযথ ক্রেডিট সহকারে করতে হবে।


লিখাটি শেয়ার করুন ও ইউটিউবে আমাদের টিপস গুলি ফলো করুন। প্রতিদিন স্কলারশিপ নিউজ, ও প্রফেসর ফান্ডিং টিপস, IELTS, GRE টিপস পেতে এখুনি জয়েন করুন Scholarship School BD Website: www.sschoolbd.com

 
 
 

Commentaires


  • Facebook
  • YouTube
  • LinkedIn
  • Instagram

©2023 Scholarship School BD

Website designed by Md Nazmul Hasan Topu 

bottom of page