top of page

Netherlands-এ মাস্টার্স ফুল স্কলারশিপ



তোমরা যারা আন্ডারগ্রেড স্টুডেন্ট, অনেকেই দেশের বাইরে স্কলারশিপ নিয়ে মাস্টার্স করতে চাও, তাদের জন্য ফুল ফান্ডিং মাস্টার্স স্কলারশিপ নিয়ে কথা বলব আজ। সায়েন্স, আর্টস, বিজনেস, ল, ডিপার্টমেন্ট সহ আরো অনেক সাব্জেক্ট এই স্কলারশিপের আওতাভুক্ত। বিস্তারিত সাব্জেক্ট লিস্ট জানার জন্য শেষ পর্যন্ত পড়ো।

স্কলারশিপটি দিচ্ছে নেদারল্যান্ডস এর University of Amsterdam। এই স্কলারশিপ টির নাম হলো Amsterdam Excellence Scholarship (AES). ইন্টারন্যাশনাল স্টূডেন্টরা এই স্কলারশিপে এপ্লাই করতে পারে। 2014 সালে এই স্কলারশিপটির শুরু হয়, নেদারল্যান্ডসে আন্তর্জাতিক ট্যালেন্টেড স্টুডেন্ট এট্রাকশনের জন্য। স্কলারশিপটি টুইশন ফি এবং লিভিং কস্ট দুটোই কাভার করে? হ্যা, Amsterdam Excellence Scholarship (AES) টুইশন ফি এবং লিভিং কস্ট দুটোই কাভার করে। তোমাকে প্রতিবছর ২৫ হাজার ইউরো দেয়া হবে স্কলারশিপ হিসেবে যেটা টুইশন লিভিং কস্ট দুটোই কাভার করবে। কি কি যোগ্যতা থাকা লাগবে? - Law, Humanities স্টূডেন্টদের CGPA মিনিমাম 3.7 - science এর স্টুডেন্টদের মিনিমাম CGPA 3.5 - Business, economics, social sicence, psychology, Communication and media studies এর স্টুডেন্টদের মিনিমাম CGPA উল্লেখ করা নেই তবে ক্লাস র‍্যাংক অবশ্যই Top 10% এর মধ্যে থাকতে হবে। - ক্লাস র‍্যাংক অবশ্যই Top 10% এর মধ্যে থাকতে হবে। এবং ট্রান্সক্রিপ্টে ক্লাস র‍্যাংক উল্লেখ না থাকলে ডিনের কাছ থেকে প্রত্যয়ন পত্র নিতে হবে যে তোমার ক্লাস র‍্যাংক ভার্সিটির ডিপার্টেমেন্টের top 10% এর স্টুড