Qpedia - হায়ার স্টাডিজ সম্পর্কিত সকল জিজ্ঞাসা

Updated: May 25


তথ্যই শক্তি। ছোট একটি ইনসাইডার ইমফর্মেশন আপনাকে ক্যারিয়ারের কোথায় নিয়ে যাবে কল্পনাও করতে পারবেন না। আবার ছোট একটি তথ্য না জানার জন্য ক্যারিয়ারে আপনি কয়েক বছর পিছিয়ে থাকবেন।

যাদের দেশের বাইরে স্কলারশিপ নিয়ে পড়ার সুপ্ত বাসনা রয়েছে এবং বিভিন্ন দেশের স্কলারশিপ ও হায়ার স্টাডি সম্পর্কে জেনুইন তথ্য জানতে চান তাদের জন্য এই প্লে লিস্ট। আমার দীর্ঘ ১০ বছরের উচ্চ শিক্ষা ও স্কলারশিপ নিয়ে ঘাটাঘাটি করা, আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, অক্সফোর্ড সহ বিভিন্ন জায়গায় আবেদন ও পড়ার সুবাদে লব্ধ অভিজ্ঞতার আলোকে তৈরীকৃত এই প্লে লিস্টটি একটি "উইকিপিডিয়া অব স্কলারশিপের" মতো। শেয়ার করুন। নিজের টাইম লাইনে রাখার মত প্লে লিস্ট।


ঘুরে ফিরে দেখা যায় একই প্রশ্ন সবাই করেন (একটু ভিন্ন আঙ্গিকে)। টপিকওয়াইজ আলাদা ভাবে আপনাদের জিজ্ঞাসার উত্তর ও গাইডলাইন, যেটাকে আমরা Qpedia নামে অভিহিত করছি, সেটা লিংক নিচে দেয়া হলো। আপনাদের প্রায় সকল প্রশ্নের উত্তর পাবেন - আগে পড়ুন ও দেখুন।

প্লে লিস্টটি সবাই শেয়ার করুন। নিজের টাইম লাইনে রাখার মত প্লে লিস্ট।


✔হায়ার স্টাডি খুঁটিনাটি প্যাকেজ:

**গুগল থেকে প্