top of page

কানাডায় Yukon Community প্রোগ্রামে ইমিগ্রেশন

Updated: Jan 5, 2021



আজকাল ইউটিউবে কানাডার ইউকন কমিউনিটি পাইলট প্রোগ্রামে ইমিগ্রেশনের আওতায় IELTS ছাড়া জব ভিসা পেয়ে ইমিগ্রান্ট হবার সুযোগ নিয়ে কিছু মহল জোরদার প্রচারণা চালাচ্ছে। এদের টার্গেট মূলত বাংলাদেশী সাধারণ জনতা যারা সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এসব প্রতারকদের খপ্পরে পড়ে।


এদের মূল অস্ত্র হলো তথ্য না জানা, আর বাংলাদেশী সাধারণ জনতাদের একটা প্রবণতা আছে যে সব কিছু সুন্দর করে কানাডার সরকারি ওয়েবসাইটে লিখা থাকলেও সেগুলো ইংরেজিতে থাকায় ও অনেক লম্বা লম্বা আর্টিকেল হওয়াতে অনেকেই সেগুলা না পড়ে, ইউটিউব ভিডিও, অনির্ভরযোগ্য সোর্স ও প্রতারক কিছু এজেন্সির খপ্পরে পড়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়।


এরা এমন ভাবে মার্কেটিং করে যেন ইউকন কমিউনিটি ইমিগ্রেশন প্রোগ্রামে এপ্লাই করলেই বাংলাদেশিরা ঝাঁকে ঝাঁকে জব ভিসা পেয়ে যায়! IELTS ছাড়া ১০০% কানাডা জব ভিসা প্রসেস করা হয় টাইপের চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে অথেন্টিক তথ্য আগে নিজে সংগ্রহ করুন। আমি সংক্ষেপে প্রোগ্রামটির ইনফরমেশন দিয়ে দিচ্ছি, কানাডার সরকারের অথেন্টিক ইমিগ্রেশন ওয়েবসাইটের উপর ভিত্তি করে।


Yukon Community Pilot (YCP) প্রোগ্রাম কি?

Yukon Community Pilot (YCP) প্রোগ্রাম কানাডার সরকার ২০২০ সালে চালু করেছে, এটা চলবে আগামী ৩ বছর পর্যন্ত। অর্থাৎ ২০২২-২৩ পর্যন্ত কানাডা এই প্রোগ্রামের আওতায় জব ভিসা দিয়ে লোক ইমিগ্রান্ট হিসেবে নিয়ে আসবে। কানাডার প্রত্যন্ত অঞ্চলের মানুষ কম থাকায়, তরুণ শ্রমবল বাড়ানোর উদ্দেশ্যেই এই পদক্ষেপ।


ইউকন হলো এন্টার্কটিকার মতো প্রায় জনশূন্যহীন তীব্র ঠান্ডাময় কানাডার একটা অঞ্চল। অনেকটা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের মত অবস্থা। ঠান্ডার কারণে মানুষ জন সেখানে খুব কম। ইউকনে তাপমাত্রা -২০/ -৩০ ডিগ্রি তাপমাত্রা খুবই কমন। ইউকন বাংলাদেশ থেকে প্রায় সাড়ে তিন গুন্ বড়, আর জনসংখ্যা মোট প্রায় ৪০ হাজারের মত! তাহলে বুঝতেই পারছেন পরিস্থিতিটা সেখানে।


YCP প্রোগ্রামের আওয়তায় ইমিগ্র্যান্ট এপ্লিকেশনের জন্য কিছু গুরুত্তপুর্ন শর্তাবলী:

১. আপনি ইউকনে আসার পরে ২ বছর পর্যন্ত ইউকন থেকে মুভ করে কানাডার অন্যান্য প্রভিন্সে যেতে পারবেন না। বাধ্যতামূলক ভাবে ওখানে ২ বছর জব করতেই হবে। ওই জায়গা থেকে নড়তে গেলেই সরকার ডিপো