UBC Canada প্রফেসরের সাথে ইন্টারভিউ খুঁটিনাটি, প্রশ্নের ধরণ, ও টিপস
Updated: Dec 11, 2021

মাস্টার্স/পিএইচডিতে ফান্ডিং এর জন্য প্রফেসরদের ইমেইল করার পরে, প্রফেসর আপনাকে ভার্সিটিতে আবেদন করতে বলবে। এবং তারপরে নির্ধারিত দিন ঠিক করে প্রফেসর আপনার ইন্টারভিউ নেবেন। অনেক প্রফেসর ফোনে ইন্টারভিউ নেন, আবার অনেকে জুমে/স্কাইপ ভিডিও ইন্টারভিউও নেন। প্রফেসর আপনাকে আগে থেকেই জানিয়ে রাখবেন কবে, ও কিসের মাধ্যমে ইন্টারভিউ তিনি নেবেন।
University of British Columbia, Vancouver, Canada তে PhD (ECE) এর জন্য প্রফেসরকে ইমেল করেছিলাম। প্রফেসর রিপ্লাই দিয়ে আবেদন করতে বলেছিলেন। আবেদন করার কয়েক সপ্তাহ পরে প্রফেসর জানালেন যে তিনি আমার ইন্টারভিউ নেবেন স্কাইপিতে। সে অনুযায়ী আমাকে কয়েকটা শিডিউল এর মধ্যে একটা শিডিউল সিলেক্ট করে জানাতে বললেন। সেই অভিজ্ঞতা তুলে ধরছি। ইন্টারভিউ এর দশ মিনিট আগে আমি প্রফেসর কে স্কাইপি তে মেসেজ দিয়ে রাখি যে ইন্টারভিউয়ের জন্য আমি উপস্থিত। নির্ধারিত সময়ে শুরু হলো ইন্টারভিউ ।
নিচে UBC-তে আমার প্রফেসরের সাথে ইন্টারভিউ স্পেসিফিকভাবে তুলে ধরার চেষ্টা করছি। লেখাটি গতবছর (2019) ইন্টারভিউ কমপ্লিট করার সাথে সাথেই পরেরদিন লিখেছিলাম তাই স্পেসিফিক ডিটেলস এতটা ক্লিয়ারলি লিখতে পেরেছি। আমি তখন সাউথ কোরিয়াতে ছিলাম। পাঠকদের সুবিধার্থে তা নিচে তুলে ধরা হলো: